অ্যামিটার কাকে বলে? | অ্যামিটারের কাজ কি
বৈদ্যুতিক পরিমাপ যন্ত্রের ভিতরে অ্যামিটার খুবই গুরুত্বপূর্ন। বৈদ্যুতিক সার্কিটের কারেন্ট পরিমাপের জন্য অ্যামিটার ব্যবহার করে থাকি। অ্যামিটার কিভাবে কাজ করে এবং অ্যামিটারকে কিভাবে কানেকশন করতে হয় তা হয়তো অনেকের অজানা। তাই আজকের পোস্টে অ্যামিটার কাকে বলে এবং অ্যামিটার কিভাবে কাজ করে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
অ্যামিটার বিভিন্ন রেঞ্জের হতে পারে। বাজারে 0-5A, 0-10A, 0-20A, 0-50A, 0-100A, 0-500A ইত্যাদি রেঞ্জের অ্যামিটার পাওয়া যায়। রেঞ্জের উপর ভিত্তি করে অ্যামিটারের দাম কমবেশি হতে পারে।
আরো পড়ুনঃ মাল্টিমিটার কাকে বলে | মাল্টিমিটার দিয়ে কি মাপা হয়।
অ্যামিটার কি | অ্যামিটার কাকে বলে
কারেন্ট হলো বিদ্যুৎ পরিমাপক একটি রাশি। আমরা জানি কারেন্টের একক অ্যাম্পিয়ার। অ্যামিটারের সাহায্যে সার্কিটে প্রবাহিত কারেন্ট পরিমাপ করা যায়। যে পরিমাপক যন্ত্রের সাহায্যে কোন বৈদ্যুতিক সার্কিটের কারেন্ট অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা হয় তাকে অ্যামিটার বলে। অ্যামিটারে মোটা তারের কমসংখ্যক প্যাঁচ থাকে। তাই অ্যামিটারের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স খুবই কম মানের হয়ে থাকে। অ্যামিটারকে সিরিজে সংযোগ করলে মূল কারেন্টের কোন পরিবর্তন হয় না।
অ্যামিটারকে সবসময় সার্কিটের সাথে সিরিজে সংযোগ করতে হয়। অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স নিম্নমানের হওয়ায় যদি অ্যামিটারকে প্যারালালে সংযোগ করা হয়, তাহলে শর্ট সার্কিট হয়ে মিটারটি পুড়ে গিয়ে নষ্ট হয়ে যাবে। তাই অ্যামিটারকে লাইনের সাথে প্যারালালে সংযোগ দেওয়া হয় না।
অ্যামিটারের শ্রেণিবিভাগ
- মুভিং আয়রণ টাইপ অ্যামিটার
- মুভিং কয়েল টাইপ অ্যামিটার।
- অ্যাট্রাকশন টাইপ
- রিপালশন টাইপ (এসি/ডিসি উভয়ক্ষেত্রে ব্যবহার করা হয়)
উপায় কী এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url