আরএফএল টিউবওয়েল দাম কত বাংলাদেশে | RFL Tubewell Price in Bangladesh

আরএফএল টিউবওয়েল দাম কত বাংলাদেশে এটা আমাদের অনেকের অজানা। মাটির নিচ থেকে পানি উত্তলনের একটি মাধ্যমের নাম হলো টিউবওয়েল। টিউবওয়েলের যদিও অনেক কোম্পানি রয়েছে কিন্তু আর এফ এল টিউবওয়েলের গুনগত মান ভালো হওয়ায় আরএফএল টিউবওয়েল সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আমাদের গুগল নিউজ অনুসরন করুন।

আপনারা যারা আর এফ এল টিউবওয়েলের দাম জানতে চান আপনারা আশা করি সঠিক যায়গায় এসেছেন। আজকে আমরা আপনাদের সামনে আরএফএল টিউবওয়েল দাম কত বাংলাদেশে তা নিয়ে আলোচনা করবো। পুরো পোস্ট পড়লে আর এফ এল টিউবওয়েল সম্পর্কে ভালো একটা ধারনা লাভ করতে পারবেন।

আরো পড়ুনঃ

আরএফএল টিউবওয়েল দাম কত ২০২৪

আর এফ এল (RFL) রংপুরের একটি সনামধন্য কোম্পানি যা ১৯৮১ সালে বাংলাদেশে টিউবওয়েল প্রতিষ্ঠার মাধ্যমে পথ চলতে শুরু করে। দীর্ঘ ৪২ বছরের পথচলায় আর এফ এল কোম্পানিকে মানুষ বিশ্বাস করতে পেরেছে টিউবওয়েলের কারনে। তাই টিউবওয়েল মানে বাংলাদেশে সকলে আর এফ এল কেই বুঝে থাকে। 

(RFL Tubewell Price in Bangladesh 2024) আর এফ এল কোম্পনির বিভিন্ন মডেলের টিউবওয়েল আছে আর মডেলগুলোর উপর ভিত্তি করে টিউবওয়েল গুলোর দামের কমবেশি আছে। আজকে আমরা আর এফ এল কোম্পানির সবচেয়ে বেশি বিক্রয়কৃত কয়েকটি টিউবওয়েল নিয়ে আলোচনা করবো।

আরএফএল ম্যাজিক টিউবওয়েল এর বর্তমান দাম কত

আরএফএল টিউবওয়েল দাম কত বাংলাদেশে

আর এফ এল ম্যাজিক টিউবওয়েল ম্যাজিকের মত কাজ করে। আপনি সামান্য হাতের চাপে ২য় তলা পর্যন্ত পানি উত্তলোন করতে পারে। আপনি ম্যাজিক টিউবওয়েলের সাহায্যে সরাসরি পানি চাপ দিয়ে পেতে পারেন। আবার আপনার বাসায় বিদ্যুৎ চলে গেলে আপনি আর এফ এল এর ম্যাজিক টিউবওয়েল চাপ দিয়ে পানির টেংকি ভরিয়ে নিতে পারেন। তাই বর্তমানে ম্যাজিক টিউবওয়েলের চাহিদা দিন দিন বেড়েই চলছে।

আর এফ এল ম্যাজিক টিউবওয়েলের দাম ৫৩৭৫ টাকা মাত্র। আমরা আপনাদের সুবিধার্থে ম্যাজিক টিউবওয়েলের আরো কিছু বৈশিষ্ট তুলে ধরলাম-
  • মডেল নংঃ ৮৩০৪৬
  • মডেলের নামঃ আর এফ এল ম্যাজিক টিউবওয়েল
  • বর্তমান মূল্যঃ ৫৩৭৫ টাকা।
  • কালারঃ ধুসর
  • পানি উত্তলন ক্ষমতাঃ প্রতি চাপে ১.৬ লিটার।
  • সামন্য চাপেই ২য় তলা পর্যন্ত পানি উত্তোলন করতে সক্ষম
  • টিউবওয়েলের ওজনঃ ২৫.২ থেকে ২৬.৭ কেজি
  • সর্বোচ্চ পানির স্তন্যপান মাথা হলোঃ ৫৬ ফুট
  • ব্যারেল ডায়াঃ ৮৮.৫ ± ০.৫ মি.মি
  • ব্যারেল প্রাচীর রোধঃ ৫.৫ থেকে ৬.০ মি.মি
  • আর এফ এল আর এফ এল ম্যাজিক টিউবওয়েল যে সকল উপাদান নিয়ে গঠিত-
  • আর এফ এল টিউবওয়েল উচ্চ মানের পিগ আয়রন থেকে তৈরি করা হয়।
  • ভালো টেকশই করার জন্য জেনুইন লেদার চেক ভালব
  • পিওর স্টিল পিস্টন রড দ্বারা তৈরি।
  • লিক প্রুফ ব্যারেল ব্যবহারে করা হয় আরো টেকশই।

আরএফএল সম্রাট টিউবওয়েল এর বর্তমান দাম কত

RFL Tubewell Price in Bangladesh 2024
আর এফ এল কোম্পানির সবচেয়ে বেশি চলে এমন টিউবওয়েলের ভিতরে সম্রাট অন্যতম। আর এফ এল সম্রাট টিউবওয়েলের বর্তমান মূল্য ৪৩১০ টাকা। আর এফ এল টিউবওয়েল পিগ আয়রন থেকে তৈরি করা হয়ে থাকে। প্রতিটি টিউবওয়েল এমনভাবে তৈরি করা যাতে অল্প শক্তি ব্যায়ে অনেক বেশি পানি পাওয়া যায়।

টিউবওয়েলকে আরো শক্তিশালি করতে জেনুইন লেদার চেক ভালভ ও পিওর স্টিল পিস্টনের রড ব্যবহার করে থাকে আর এফ এল। এ কোম্পানির টিউবওয়েলের আরেকটি বৈশিষ্ট্য হলো লিক প্রুফ ব্যারেল ব্যবহার করা হয়ে থাকে। আমরা আপনাদের সুবিধার্থে সম্রাট টিউবওয়েলের আরো কিছু বৈশিষ্ট তুলে ধরলাম-
  • মডেল নংঃ ৮৩০০১
  • মডেলের নামঃ সম্রাট টিউবওয়েল।
  • কালারঃ লাল
  • পানি উত্তলন ক্ষমতাঃ প্রতি চাপে ১.৬ লিটার।
  • টিউবওয়েলের ওজনঃ ২৪.৯ থেকে ২৬.১ কেজি
  • সর্বোচ্চ পানির স্তন্যপান মাথা হলোঃ ৩৪ ফুট
  • ব্যারেল ডায়াঃ ৮৮.৫ মি.মি
  • ব্যারেল প্রাচীর রোধঃ ৬ থেকে ৬.৫ মি.মি
  • উপাদানঃ উচ্চ মানের পিগ আয়রন থেকে তৈরি।

আরএফএল উত্তম টিউবওয়েল এর বর্তমান দাম কত

আরএফএল উত্তম টিউবওয়েল
আরএফএল উত্তম টিউবওয়েল অনেকে ব্যবহার করে থাকে, বর্তমানে আর এফ এল উত্তম টিউবওয়েলের দাম ৩৬৫০ টাকা। আমরা আপনাদের সুবিধার্থে আর এফ এল উত্তম টিউবওয়েলের আরো কিছু বৈশিষ্ট্য তুলে ধরলাম-
  • মডেল নংঃ ৮৩০০২
  • মডেলের নামঃ উত্তম টিউবওয়েল।
  • বর্তমান মূল্যঃ ৩৬৫০ টাকা।
  • কালারঃ হালকা নীল
  • পানি উত্তলন ক্ষমতাঃ প্রতি চাপে ১.৫ লিটার।
  • কম শক্তি ব্যায়ে প্রচুর পানি উত্তলন ক্ষমতা।
  • টিউবওয়েলের ওজনঃ ২১.৭ থেকে ২২.৮ কেজি
  • সর্বোচ্চ পানির স্তন্যপান মাথা হলোঃ ৩৪ ফুট
  • ব্যারেল ডায়াঃ ৮৮.৫ ± ০.৫ মি.মি
  • ব্যারেল প্রাচীর রোধঃ ৬ থেকে ৬.৫ মি.মি
  • আর এফ এল উত্তম টিউবওয়েল যে সকল উপাদান নিয়ে গঠিত-
  • আর এফ এল টিউবওয়েল উচ্চ মানের পিগ আয়রন থেকে তৈরি করা হয়।
  • ভালো টেকশই করার জন্য জেনুইন লেদার চেক ভালব
  • পিওর স্টিল পিস্টন রড দ্বারা তৈরি।
  • লিক প্রুফ ব্যারেল ব্যবহারে করা হয় আরো টেকশই।

আরএফএল উত্তম হেভি ডিউটি টিউবওয়েলের বর্তমান দাম

আরএফএল উত্তম হেভি ডিউটি টিউবওয়েলের বর্তমান দাম

আর এফ এল উত্তম হেভি ডিউটি টিউবওয়েলের বর্তমান বাজার মূল্য ৫১৭৫ টাকা। উত্তম হেভি ডিউটি টিউবওয়েলের অনেক সুবিধার ভিতরে সবচেয়ে চোখে পড়ার মত সুবিধা হলো অল্প শক্তি ব্যায়ে অনেক বেশি পানি উত্তলন করা যায়। উপরে উত্তম হেভি ডিউটি টিউবওয়েলের চিত্র দেখানো হয়েছে। আমরা আপনাদের জন্য আর এফ এল উত্তম টিউবওয়েলের আরো কিছু গুনাগুন তুলে ধরছি-
  • মডেল নংঃ ৮৩০০৩
  • মডেলের নামঃ উত্তম হেভি ডিউটি টিউবওয়েল।
  • বর্তমান মূল্যঃ ৫১৭৫ টাকা।
  • কালারঃ হালকা নীল
  • পানি উত্তলন ক্ষমতাঃ প্রতি চাপে ১.৬৫ লিটার।
  • কম শক্তি ব্যায়ে প্রচুর পানি উত্তলন ক্ষমতা।
  • টিউবওয়েলের ওজনঃ ৩০.৫ থেকে ৩১.৫ কেজি
  • সর্বোচ্চ পানির স্তন্যপান মাথা হলোঃ ৩৪ ফুট
  • ব্যারেল ডায়াঃ ৮৮.৫ ± ০.৫ মি.মি
  • ব্যারেল প্রাচীর রোধঃ ৬.৫ মি.মি
উপাদান সমূহঃ আর এফ এল টিউবওয়েল পিগ আয়রন থেকে তৈরি করা হয়। প্রতিটি টিউবওয়েল এমনভাবে তৈরি করা যাতে অল্প শক্তি ব্যায়ে অনেক বেশি পানি পাওয়া যায়। টিউবওয়েলকে আরো শক্তিশালি করতে জেনুইন লেদার চেক ভালভ ও পিওর স্টিল পিস্টনের রড ব্যবহার করে থাকে। এ কোম্পানির টিউবওয়েলের আরেকটি বৈশিষ্ট্য হলো লিক প্রুফ ব্যারেল ব্যবহার করা হয়।

আরএফএল জনপ্রিয় মিডিয়াম টিউবওয়েল এর দাম

আরএফএল জনপ্রিয় মিডিয়াম টিউবওয়েল এর দাম

আর এফ এল মিডিয়াম টিউবওয়েল খুবই জনপ্রিয়। বেশির ভাগ দোকানগুলোতে আর এফ এল জনপ্রিয় মিডিয়াম টিউবওয়েল পাওয়া যায়। আপনারা মিডিয়াম টিউবওয়েলটি ব্যবহার করে দেখতে পারেন। বর্তমানে আর এফ এল জনপ্রিয় মিডিয়াম টিউবওয়েল এর দাম ২৯৮০ টাকা। আমরা আর এফ এল মিডিয়াম টিউবওয়েলের আরো কিছু বৈশিষ্ট্য তুলে ধরলাম-
  • মডেল নংঃ ৮৩০০৬
  • মডেলের নামঃ জনপ্রিয় মিডিয়াম টিউবওয়েল।
  • বর্তমান মূল্যঃ ২৯৮০ টাকা।
  • পানি উত্তলন ক্ষমতাঃ প্রতি চাপে ১.3৫ লিটার।
  • কম শক্তি ব্যায়ে প্রচুর পানি উত্তলন ক্ষমতা।
  • টিউবওয়েলের ওজনঃ ২১.৩ থেকে ২১.৪ কেজি
  • সর্বোচ্চ পানির স্তন্যপান মাথা হলোঃ ৩৪ ফুট
  • ব্যারেল ডায়াঃ ৮৮.৫ ± ০.৫ মি.মি
  • ব্যারেল প্রাচীর রোধঃ ৫ ~ ৫.৫ মি.মি
  • আর এফ এল জনপ্রিয় মিডিয়াম টিউবওয়েল যে সকল উপাদান নিয়ে গঠিত-
  • আর এফ এল টিউবওয়েল উচ্চ মানের পিগ আয়রন থেকে তৈরি করা হয়।
  • ভালো টেকশই করার জন্য জেনুইন লেদার চেক ভালব
  • পিওর স্টিল পিস্টন রড দ্বারা তৈরি।
  • লিক প্রুফ ব্যারেল ব্যবহারে করা হয় আরো টেকশই।

আরএফএল জনপ্রিয় হেভি টিউবওয়েল এর দাম

আরএফএল জনপ্রিয় হেভি টিউবওয়েল এর দাম

আর এফ এল এর আরেকটি জনপ্রিয় টিউবওয়েলের নাম হল হেভি টিউবওয়েল। বর্তমানে আর এফ এল জনপ্রিয় হেভি টিউবওয়েল এর দাম ৩৩৯০ টাকা। আর এফ এল জনপ্রিয় হেভি টিউবওয়েলের সবচেয়ে বেশি সুবিধা হলো কম চাপে বেশি পানি উত্তলন করা যায়। আমরা আর এফ এল জনপ্রিয় হেভি টিউবওয়েল এর আরো কিছু বৈশিষ্ট তুলে ধরলাম-
  • মডেল নংঃ ৮৩০০৭
  • মডেলের নামঃ জনপ্রিয় হেভি টিউবওয়েল
  • বর্তমান মূল্যঃ ৩৩৯০ টাকা।
  • কালারঃ সবুজ
  • পানি উত্তলন ক্ষমতাঃ প্রতি চাপে ১.৬৫ লিটার।
  • কম শক্তি ব্যায়ে প্রচুর পানি উত্তলন ক্ষমতা।
  • টিউবওয়েলের ওজনঃ ২২.৪ থেকে ২৩.৫ কেজি
  • সর্বোচ্চ পানির স্তন্যপান মাথা হলোঃ ৩৪ ফুট
  • ব্যারেল ডায়াঃ ৮৮.৫ ± ০.৫ মি.মি
  • ব্যারেল প্রাচীর রোধঃ ৪ ~ ৪.৫ মি.মি
উপাদান সমূহঃ আর এফ এল জনপ্রিয় হেভি টিউবওয়েল উচ্চ পিগ আয়রন থেকে তৈরি করা হয়ে থাকে। প্রতিটি টিউবওয়েল এমনভাবে তৈরি করা যাতে অল্প শক্তি ব্যায়ে অনেক বেশি পানি পাওয়া যায়। টিউবওয়েলকে আরো শক্তিশালি করতে জেনুইন লেদার চেক ভালভ ও পিওর স্টিল পিস্টনের রড ব্যবহার করে। আর এফ এল জনপ্রিয় হেভি টিউবওয়েল আরেকটি বৈশিষ্ট্য হলো লিক প্রুফ ব্যারেল ব্যবহার করা হয়।

আরএফএল জনপ্রিয় কার্ভ টিউবওয়েল এর দাম

আরএফএল জনপ্রিয় কার্ভ টিউবওয়েল এর দাম

জনপ্রিয় কার্ভ টিউবওয়েলের বর্তমান দাম ২৯৩০ টাকা। আর এফ এল জনপ্রিয় কার্ভ টিউবওয়েল উচ্চ মানের পিগ আয়রনের তৈরি। জেনুইন লেদার ভালব দিয়ে টিউবওয়েলটিকে আরো মজবুত করা হয়। আমরা আর এফ এল জনপ্রিয় কার্ভ টিউবওয়েল এর আরো কিছু বৈশিষ্ট তুলে ধরলাম-
  • মডেল নংঃ ৮৩০১০
  • মডেলের নামঃ জনপ্রিয় কার্ভ টিউবওয়েল
  • বর্তমান মূল্যঃ ২৯৩০ টাকা।
  • কালারঃ সবুজ
  • পানি উত্তলন ক্ষমতাঃ প্রতি চাপে ১.২ লিটার।
  • কম শক্তি ব্যায়ে প্রচুর পানি উত্তলন ক্ষমতা।
  • টিউবওয়েলের ওজনঃ ১৮.৩২ থেকে ১৯.৪ কেজি
  • সর্বোচ্চ পানির স্তন্যপান মাথা হলোঃ ৩৪ ফুট
  • ব্যারেল ডায়াঃ ৮৮.৫ ± ০.৫ মি.মি
  • ব্যারেল প্রাচীর রোধঃ ৫ ~ ৫.৫ মি.মি
আর এফ এল জনপ্রিয় কার্ভ টিউবওয়েল যে সকল উপাদান নিয়ে গঠিত-
  • আর এফ এল টিউবওয়েল উচ্চ মানের পিগ আয়রন থেকে তৈরি করা হয়।
  • ভালো টেকশই করার জন্য জেনুইন লেদার চেক ভালব
  • পিওর স্টিল পিস্টন রড দ্বারা তৈরি।
  • লিক প্রুফ ব্যারেল ব্যবহারে করা হয় আরো টেকশই।

আরএফএল জনপ্রিয় স্ট্রেইট (সোজা) টিউবওয়েল এর দাম

আরএফএল জনপ্রিয় স্ট্রেইট (সোজা) টিউবওয়েল এর দাম

আর এফ এল কোম্পানির সবচেয়ে বেশি যে টিউবওয়েলটি সকলে ব্যবহার করে তার নাম হলো জনপ্রিয় স্ট্রেইট টিউবওয়েল। আর এফ এল জনপ্রিয় স্ট্রেইট (সোজা) টিউবওয়েলের বর্তমান দাম ২৯৩৫ টাকা। আমরা আপনাদের সুবিধার্থে আর এফ এল সোজা টিউবওয়েল এর আরো কিছু বৈশিষ্ট তুলে ধরলাম-
  • মডেল নংঃ ৮৩০০৯
  • মডেলের নামঃ জনপ্রিয় স্ট্রেইট (সোজা) টিউবওয়েল
  • বর্তমান মূল্যঃ ২৯৩৫ টাকা।
  • কালারঃ সবুজ
  • পানি উত্তলন ক্ষমতাঃ প্রতি চাপে ১.৬ লিটার।
  • কম শক্তি ব্যায়ে প্রচুর পানি উত্তলন ক্ষমতা।
  • টিউবওয়েলের ওজনঃ ১৭.৫ থেকে ১৮.৫ কেজি
  • সর্বোচ্চ পানির স্তন্যপান মাথা হলোঃ ২৬ ফুট
  • ব্যারেল ডায়াঃ ৮৮.৫ ± ০.৫ মি.মি
  • ব্যারেল প্রাচীর রোধঃ ৩.২৫ ~ ৩.৫ মি.মি
উপাদান সমূহঃ আর এফ এল জনপ্রিয় স্ট্রেইট (সোজা) টিউবওয়েল উচ্চ পিগ আয়রন থেকে তৈরি করা হয়ে থাকে। আর এফ এল কোম্পানির প্রতিটি টিউবওয়েল এমনভাবে তৈরি করা যাতে অল্প শক্তি ব্যায়ে অনেক বেশি পানি পাওয়া যায়। টিউবওয়েলকে আরো শক্তিশালি করতে জেনুইন লেদার চেক ভালভ ও পিওর স্টিল পিস্টনের রড ব্যবহার করে থাকে আর এফ এল।

আর এফ এল জনপ্রিয় স্ট্রেইট (সোজা) টিউবওয়েল আরেকটি বৈশিষ্ট্য হলো লিক প্রুফ ব্যারেল ব্যবহার করা হয়ে থাকে।

আরএফএল ম্যাজিক টিউবওয়েল | RFL Magic Tubewell 

শেষকথাঃ

আজকে আমরা আরএফএল টিউবওয়েল দাম কত বাংলাদেশে (RFL Tubewell Price in Bangladesh) এই পোস্টে অনেকগুলো টিউবওয়েল নিয়ে আলোচনা করলাম। আপনাদের যেটা পছন্দ হয় আপনারা সেটা ক্রয় করে ব্যবহার করতে পারেন। তবে কিনার আগে অবশ্যই দামদর করে কিনবেন। পারলে আপনারা আরএফএল এর ওয়েবসাইট থেকে দাম চেক করে নিতে পারেন।

আর এফ এল টিউবওয়েল দাম কত বাংলাদেশ নিয়ে কারো কোন মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন নিত্যনতুন পোস্ট পেতে উপায় কী ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ রইল।

আপনাদের প্রয়োজনীয় আরো কিছু পোস্টঃ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

উপায় কী এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url