রংপুর বিভাগের জেলা ও উপজেলা কয়টি

রংপুর বিভাগের জেলা ও উপজেলা কয়টি বিষয়টি আমাদের অনেকের অজানা। বাংলাদেশে যতগুলো বিভাগ রয়েছে তার ভিতরে রংপুর বিভাগ অন্যতাম। রংপুর বিভাগ দেশের আটটি প্রশাসনিক ভবনের মাঝে একটি। ২০১০ খ্রিস্টাব্দের ২৫ জানুয়ারি বাংলাদেশের সপ্তম বিভাগ হিসাবে রংপুর বিভাগ অনুমোদন লাভ করে।

রংপুর বিভাগের বিভাগীয় অফিসটি মোট ১৫ একর জায়গার উপর প্রতিষ্ঠিত। আজকে আমরা জানতে পারব রংপুর বিভাগের মোট জেলা ও উপজেলার সংখ্যা কতগুলো। আপনারা যদি পুরো পোস্ট পড়ে থাকেন তাহলে রংপুর বিভাগের জেলা ও উপজেলা সম্পর্কে সবকিছু জানতে পারবেন।

রংপুর বিভাগের জেলা ও উপজেলা কয়টি

রংপুর বিভাগের আয়তন ১৬১৮৫.০১ বর্গ কিলোমিটার। রংপুর বিভাগের মোট জনসংখ্যা ১,৬৪,১২,২৮৭ জন। আগে যদিও রংপুর অঞ্চলকে মঙ্গা এলাকা বলত কিন্তু বর্তমানে যত দিন যাচ্ছে রংপুরের মানুষের জীবনযাত্রার মান অনেক পরিবর্তন হয়েছে।

রংপুর বিভাগ উত্তর জনপদের জন্য একটি গুরুত্বপূর্ন শহর। রংপুর বিভাগের মোট জেলার সংখ্যা হলো আট (০৮) টি। আট জেলা যদিও আলাদা তাবুও এ আটটি জেলার মানুষ নিজেদের প্রয়োজনে রংপুর বিভাগকে ব্যবহার করে থাকে। অনেকে জানেনা রংপুর বিভাগের অধিনে আট জেলার নাম কি কি? তাহলে চলুন জেনে নেওয়া যাক-
  • রংপুর
  • দিনাজপুর
  • নীলফামারী
  • ঠাকুরগাও
  • পঞ্চগড়
  • লালমনিরহাট
  • কুড়িগ্রাম এবং
  • গাইবান্ধা

রংপুর বিভাগের উপজেলার সংখ্য কয়টি

প্রতিটি জেলার অধিনে আমরা জানি বেশ কয়েকটি উপজেলা থাকে। রংপুর বিভাগে মোট উপজেলার সংখ্যা ৫৮টি। প্রতিটি জেলার অধিনে যে উপজেলা রয়েছে সেগুলোর নাম অনেক সময় আমাদের দরকার পড়ে। যেগুলো আমাদের জরুরি প্রয়োজনে খুব কাজ করে।

রংপুর জেলার অধিনে উপজেলা সমূহঃ রংপুর সদর, বদরগঞ্জ, গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগাছা, তারাগঞ্জ, পীরগঞ্জ ও মিঠাপুকুর।

দিনাজপুর জেলার উপজেলা সমূহঃ রংপুর বিভাগের সবচেয়ে বড় জেলা দিনাজপুর। দিনাজপুর সদর, বিরামপুর, বিরল, বীরগঞ্জ, পার্বতীপুর, চিরিরবন্দর, ফুলবাড়ি, বোচাগঞ্জ, হাকিমপুর, ঘোড়াঘাট, খানসামা, কোহারল এবং নবাবগঞ্জ।

নীলফামারী জেলার উপজেলা সমূহঃ নীলফামারী সদর, জলঢাকা, ডিমলা, ডোমার, কিশোরগঞ্জ ও সৈয়দপুর।

ঠাকুরগাও জেলার উপজেলা সমূহঃ ঠাকুরগাঁও সদর, বালিয়াডঙ্গি, হরিপুর, পীরগঞ্জ এবং রানীশংকৈল।

পঞ্চগড় জেলার উপজেলা সমূহঃ পঞ্চগর সদর, দেবীগঞ্জ, বোদা, আটোয়ারী ও তেঁতুলিয়।

লালমনিরহাট জেলার উপজেলা সমূহঃ লালমনিরহাট সদর, হাতিবান্ধা, আদিতমারী, কালীগঞ্জ এবং পাটগ্রাম।

কুড়িগ্রাম জেলার উপজেলা সমূহঃ কুড়িগ্রাম সদর, উলিপুর, চিলমারী, ভুরুঙ্গামারী, চর রাজীবপুর, রাজারহাট, ফুলবাড়ী, রৌমারী এবং নাগেশ্বরী।

গাইবান্ধা জেলার উপজেলা সমূহঃ গাইবান্ধা সদর, ফুলছড়ি, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, সাদুল্যাপুর, সাঘাটা ও সুন্দরগঞ্জ।

রংপুর জেলার পৌরসভার তালিকা

আমাদের অনেকেই জানিনা যে রংপুর বিভাগের পৌরসভার সংখা কত। বিশেষকরে আমরা যারা রংপুরে বসবাস করি তাদের অন্তত জানা থাকা প্রয়োজন পৌরসভার সংখ্যা, তা না হলে যে কোন স্থানে গেলে কেউ যদি জিজ্ঞেস করে তাহলে সমস্যায় পড়ে যেতে হবে। তো চলুন জেনে নেই রংপুর বিভাগের পৌরসভার সংখ্যা কতটি-
  1. বদরগঞ্জ পৌরসভা
  2. হারাগাছ পৌরসভা
  3. পীরগঞ্জ পৌরসভা

রংপুর জেলার থানা কয়টি ও কি কি

রংপুর জেলার থানাগুলোর নাম দেওয়া হলো
  • রংপুর সদর
  • কাউনিয়া
  • মিঠাপুকুর
  • গঙ্গাচড়া
  • তারাগঞ্জ
  • পীরগাছা
  • পীরগঞ্জ
  • বদরগঞ্জ
আজকের পোস্টে আমরা জানতে পারলাম রংপুর বিভাগের জেলা ও উপজেলা নিয়ে। পাশাপাশি রংপুর জেলার থানা ও পৌরসভার সংখ্যা সম্পর্কেও জানতে পারলাম। আশাকরি আজকের পোস্টটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। কোথাও কোন সমস্য থাকলে কমেন্ট করে জানানোর অনুরোধ করছি। আমাদের গুগল নিউজ ফলো করুন।

আরো পড়ুনঃ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

উপায় কী এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url